আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণে কেঁপে উঠল বিহারের ভাগলপুর। বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেল সারা শহরজুড়েই। বোমা বিস্ফোরণে শিশুসহ এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তারারপুর পুলিশ থানার অন্তর্গত কাজওয়ালি চক গ্রামে একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বাড়িতে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একটি তিনতলা বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আশেপাশে আরও দু-একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের খবর জানতে পারার পরই ঘটনাস্থলে ছুটে যান ডিআইজি সুজিত কুমার।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের চারটে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে ১৫ কিমি দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছিল। এই বিস্ফোরণে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে এবং চার কিলোমিটার পর্যন্ত এলাকায় বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়। ঘটনার পরে স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করলেও পুলিশ কয়েক ঘণ্টার পরিশ্রমের পর জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়।
ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন বলেন, যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, সেখানে আতশবাজি তৈরি করা হত। বিস্ফোরণের আসল কারণ কী সেটা তদন্তসাপেক্ষ বিষয়। একই সময়ে, প্রতিবেশীরা এবং আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে আতশবাজি তৈরির আড়ালে ওই বাড়িতে বোমা তৈরি করা হয়েছিল। তিনি বলেন, ‘বিস্ফোরণের প্রকৃতি জানার জন্য আমরা আহতদের থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়ায় রয়েছি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য আমরা ফরেন্সিক টিমকে ডেকে পাঠিয়েছি।’ প্রসঙ্গত, ভাগলপুর ও মুঙ্গের এলাকা বেআইনি বিস্ফোরক ও বাজি তৈরির হাব বলে পরিচিত।সূত্রঃ নিউজ ইন্ডিয়া প্রেস




