আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার এক শীর্ষস্থানীয় জেনারেল নিহত হয়েছে। দেশটিতে সামরিক হামলার প্রেক্ষাপটে এটি রাশিয়ার জন্য বড় ধরনের একটি বিপর্যয় বলে ধরা করা হচ্ছে। মেজর জেনারেল অ্যান্ড্রে সোখোভেটস্কি ছিলেন রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার। তিনি বৃহস্পতিবার নিহত হন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে তার সহকর্মী সার্গেই ফিফিলিয়ভ সামাজিক মাধ্যমে ঘোষণাটি দিয়েছেন। রুশ ও ইউক্রেনের বিভিন্ন পোর্টালে খবরটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
একটি সামরিক সূত্র ’এক স্নাইপারের’ হাতে ওই জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইউক্রেনে রুশ হামলার পর তিনিই নিহত সবচেয়ে বড় পদবির কর্মকর্তা। সূত্র : ডেইলি মেইল
Post Views: 262




