উত্তরা প্রতিনিধি: গত বৃহস্প্রতিবার(০২ জানুয়ারী) “দি ক্রাইম”পত্রিকার অনলাইন ভার্সনে “উত্তরায় ওসি হাফিজুরের বিরুদ্ধে ঘুষ ও মামলা বানিজ্যের অভিযোগ” শিরোনামে একটি সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়।এই সংবাদের মধ্যে উল্লেখিত তথ্যাদির কোন ভিত্তি নেই বলে ওসি হাফিজুর রহমান দাবী করেন।কে বা কারা সংশ্লিষ্ঠ প্রতিবেদককে আমার পেশা জীবনের সুনাম ক্ষুন্ন করার কুমানসে এহেন মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করানো হয়।
আমি পুলিশে চাকুরী রত সময় একজন সৎ পুলিশ অফিসার হিসাবে নিয়মনীতি মেনেই আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মধ্যদিয়ে সুনাম অর্জনে সক্ষম হই। আমি মনে করি আমার কোন প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার কর্ম সুনামে কালিমা মাখাতে এবং আমার অবস্থানকে খাট করবার জন্যে এই ধরনের তথ্য সরবরাহ করেছে। আমি সচেতন ভাবেই এমন কর্মকাণ্ডের ঘোর বিরোধী।
উল্লেখ, বিগত দিনে ফেসিস্ট সরকারের জনবিরোধী কাজে সহযোগীতা না করায় আমি পেশাগত কাজেও অবমূল্যায়িত হয়েছি। জুলাই- আগষ্টের ছাত্র-জনতার আন্দলোনে নতুন বাংলাদেশ গড়তে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে আমার থানায় একাধিক কার্যক্রমে প্রসংসা অর্জন করেছি।
আমার বিরুদ্ধে সংবাদ পত্রের মাধ্যমে এমন ভুল তথ্য উপস্থাপনে আমি মর্মাহত। ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশে সবাই দায়িত্ববান হলে প্রকৃত সত্য সকলে জানতে পারবেন বলে আশা করি।
প্রতিবেদকের বক্তব্য
দেশের বহুল পরিচিত পত্রিকা “দি ক্রাইম” এর অনলাইন ভার্সনে উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি কাউকে অসম্মানিত বা উদ্দেশ্য প্রনোদিত কারণে প্রচার করা হয়নি।বস্তুনিষ্ঠ তথ্য সূত্রের ভিত্তিতে করা হয়েছিল। মূল ধারার পত্রিকা হিসাবে একটি আলোকিত সমাজ গড়তেই গণমাধ্যমকর্মীরা কাজ করে থাকে।




