ঢাকা অফিস: ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া পাকাপোল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ৩ দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এরপর তারা ব্যাংকে অবস্থানকারী ১০ জন ব্যাংক কর্মকর্তা এবং ৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ হতে নগদ ১৮ লক্ষ টাকা লুন্ঠন করে । পরবর্তীতে স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

দুষ্কৃতিকারীরা হল- মোঃ লিয়ন মোল্লা প্রকাশ নিরব (২২), মোঃ আরাফাত (১৬) ও মোঃ সিফাত (১৬)।

ডাকাতির ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ র‌্যাব-১০ এর অধিনায়ক মোঃ খালিদুল হক হাওলাদার সহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তা ও একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে উল্লেখিত ব্যাংকের চতুর্পাশ ঘিরে ফেলে। এরপর র‌্যাব-১০ এর আভিযানিক দল যৌথ বাহিনীর সহায়তায় আজ বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দুষ্কৃতিকারীদের সাথে কথা বলে কোন প্রাণহানী ও হতাহতের ঘটনা ব্যতিত ৩ দুষ্কৃতিকারীকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।

এসময় তাদের নিকট হতে লুন্ঠনকৃত নগদ ১৮লক্ষ টাকা,৪ টি খেলনা পিস্তল,২ টি চাকু, ১টি লোহার পাইপ,১টি কালো স্কুল ব্যাগ, ৩টি মাস্ক, ৩টি জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৩টি কালো চশমা উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা অফিস: ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া পাকাপোল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ৩ দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এরপর তারা ব্যাংকে অবস্থানকারী ১০ জন ব্যাংক কর্মকর্তা এবং ৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ হতে নগদ ১৮ লক্ষ টাকা লুন্ঠন করে । পরবর্তীতে স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

দুষ্কৃতিকারীরা হল- মোঃ লিয়ন মোল্লা প্রকাশ নিরব (২২), মোঃ আরাফাত (১৬) ও মোঃ সিফাত (১৬)।

ডাকাতির ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ র‌্যাব-১০ এর অধিনায়ক মোঃ খালিদুল হক হাওলাদার সহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তা ও একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে উল্লেখিত ব্যাংকের চতুর্পাশ ঘিরে ফেলে। এরপর র‌্যাব-১০ এর আভিযানিক দল যৌথ বাহিনীর সহায়তায় আজ বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দুষ্কৃতিকারীদের সাথে কথা বলে কোন প্রাণহানী ও হতাহতের ঘটনা ব্যতিত ৩ দুষ্কৃতিকারীকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।

এসময় তাদের নিকট হতে লুন্ঠনকৃত নগদ ১৮লক্ষ টাকা,৪ টি খেলনা পিস্তল,২ টি চাকু, ১টি লোহার পাইপ,১টি কালো স্কুল ব্যাগ, ৩টি মাস্ক, ৩টি জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৩টি কালো চশমা উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।