আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখল করে নিয়েছে রুশ সেনারা। সেখানকার পরিস্থিতি কী অবস্থায় আছে তা জানিয়েছেন শহরের মেয়র ইগোর কোলিখায়েভ। তিনি জানান, শহরের রেল স্টেশন ও বন্দর এখন রুশ সেনাদের দখলে।

প্রতিবেদনে বলা হয়, খেরসন দখলের পর সেখানকার রাস্তায় অবস্থান নিয়েছে রুশ সেনারা।

ইগোর কোলিখায়েভ জানান, শহরে সংঘর্ষ চলছে। রুশ সেনারা খেরসনের রেল স্টেশন ও বন্দর দখল করে নিয়েছে। এসব ঘটনায় অনেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখন মানুষদের নিরাপদে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।

বিবিসি জানায়, খেরসনে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বেশিরভাগ দেখা গেছে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে। যার মধ্যে অন্যতম খারকিভ, খেরসন, ওদেশা ও লাইকোলাইভ।
সুত্র: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখল করে নিয়েছে রুশ সেনারা। সেখানকার পরিস্থিতি কী অবস্থায় আছে তা জানিয়েছেন শহরের মেয়র ইগোর কোলিখায়েভ। তিনি জানান, শহরের রেল স্টেশন ও বন্দর এখন রুশ সেনাদের দখলে।

প্রতিবেদনে বলা হয়, খেরসন দখলের পর সেখানকার রাস্তায় অবস্থান নিয়েছে রুশ সেনারা।

ইগোর কোলিখায়েভ জানান, শহরে সংঘর্ষ চলছে। রুশ সেনারা খেরসনের রেল স্টেশন ও বন্দর দখল করে নিয়েছে। এসব ঘটনায় অনেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখন মানুষদের নিরাপদে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।

বিবিসি জানায়, খেরসনে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বেশিরভাগ দেখা গেছে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে। যার মধ্যে অন্যতম খারকিভ, খেরসন, ওদেশা ও লাইকোলাইভ।
সুত্র: বিবিসি