ঝিনাইদহ প্রতিনিধি: চলতি মৌসুমে পশ্চিমের জেলাগুলোতে গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল ৩৫ হাজার ৬৬০ হেক্টরে। চাষ হয়েছে ৩২ হাজার ৫৭৪ হেক্টরে।

অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮৬ হেক্টর কম জমিতে গমের চাষ হয়েছে। এতে গমের উৎপাদন লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৭০ টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় ৩৯৯ হেক্টরে, ঝিনাইদহ জেলায় ৪ হাজার ২৭৮ হেক্টরে, মাগুরায় ২ হাজার ৮৪৫ হেক্টরে, কুষ্টিয়ায় ১১ হাজার ৫৫৭ হেক্টরে, চুয়াডাঙ্গায় ৯৯৫ হেক্টরে ও মেহেরপুর জেলায় সাড়ে ১২ হাজার হেক্টরে গম চাষ হয়েছে।

ঝিনাইদহের হাজরামিনা গ্রামের চাষি আদিল উদ্দিন বলেন, যারা আগাম গম চাষ করেছিল, তাদের গমে শিষ বের হয়েছে। কিছুদিনের মধ্যে পাকতে শুরু করবে। মাঠে গমের অবস্থা ভালো।

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন জানান, গমের অবস্থা ভালো আছে। তবে শিলাবৃষ্টিতে বিক্ষিপ্তভাবে কিছু ক্ষতি হয়েছে। এতে ফলন কম হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপ-পরিচালক মো. আজগর আলি জানান, শিলাবৃষ্টিতে ১১২ হেক্টর গম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি: চলতি মৌসুমে পশ্চিমের জেলাগুলোতে গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল ৩৫ হাজার ৬৬০ হেক্টরে। চাষ হয়েছে ৩২ হাজার ৫৭৪ হেক্টরে।

অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৮৬ হেক্টর কম জমিতে গমের চাষ হয়েছে। এতে গমের উৎপাদন লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৭০ টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় ৩৯৯ হেক্টরে, ঝিনাইদহ জেলায় ৪ হাজার ২৭৮ হেক্টরে, মাগুরায় ২ হাজার ৮৪৫ হেক্টরে, কুষ্টিয়ায় ১১ হাজার ৫৫৭ হেক্টরে, চুয়াডাঙ্গায় ৯৯৫ হেক্টরে ও মেহেরপুর জেলায় সাড়ে ১২ হাজার হেক্টরে গম চাষ হয়েছে।

ঝিনাইদহের হাজরামিনা গ্রামের চাষি আদিল উদ্দিন বলেন, যারা আগাম গম চাষ করেছিল, তাদের গমে শিষ বের হয়েছে। কিছুদিনের মধ্যে পাকতে শুরু করবে। মাঠে গমের অবস্থা ভালো।

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন জানান, গমের অবস্থা ভালো আছে। তবে শিলাবৃষ্টিতে বিক্ষিপ্তভাবে কিছু ক্ষতি হয়েছে। এতে ফলন কম হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপ-পরিচালক মো. আজগর আলি জানান, শিলাবৃষ্টিতে ১১২ হেক্টর গম ক্ষতিগ্রস্ত হয়েছে।