আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই গরু চোরকে গ্রেফতার করেছে।আজ বুধবার (০৬ নভেম্বর)পুলিশ গ্রেফতারকৃতদেরকে আদালতের প্রেরণ করেন।
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর আব্দুর শুকুর বাদী হয়ে আনোয়ারা থানায় গরু চুরির মামলা দায়ের করে। মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুর রহিম(৪২) সৈয়দ কুচাইয়া গ্রামের মৃত নুরুল আলমের পুত্র। অপর গ্রেফতারকৃত আবু তালেব (৫৫) প্রকাশ (বাইল্লা) বটতলী গ্রামের আহমদ মিয়ার পুত্র।
বুধবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে গত এক মাসে মাদক, নিয়মিত মামলা ও ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে ৬৪ জনকে গ্রেফতার করেছে।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছে। সন্দেহভাজন গরু চোর আসামি হিসেবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অন্যায়কারী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।




