আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুরুল আবছার (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় তার বিরুদ্ধে দশ ট্রাক অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দরের গ্রামের নিজ বাসা থেকে কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল আবছার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের পুত্র ।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃত নুরুল আবছার এর বিরুদ্ধে শিল্প কারখানার টেন্ডার নিয়ন্ত্রণ সহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানায়, গ্রেফতারকৃত নুরুল আবছারকে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।




