কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী কলেজ থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা দিয়ে ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ফাহিমের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত ফাহিম ইভান (১৯) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের খলিফার বাড়ির মোহাম্মদ জানে আলমের বড় ছেলে। সে ফটিকছড়ি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। সেদিন সে হাটহাজারী কলেজ থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলো।
এসময় হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় গত ২৮ অক্টোবর সোমবার তার নিজ মোটরসাইকেলে এ দূর্ঘটনায় পড়ে। গুরুতর আহত হওয়ায় শিক্ষার্থী ফাহিমকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তার মামা সাবেক ইউপি সদস্য বোরহান মেম্বার।
উল্লেখ্য,এর আগে উপজেলার একই এলাকার যুবক মো. আব্বাস চৌধুরী দু’দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭ অক্টোবর রবিবার মৃত্যুবরণ করেছিলেন। ক’দিন পূর্বেও একই সড়কের চারিয়া বাজার এলাকায় আল জামিয়াতুল ইসলামিয়া চারিয়া মাদরাসার এক শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন পরে ইন্তেকাল করেন। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে ওই স্থানে স্প্রিডব্রেকার নির্মাণ করেছে সড়ক ও জনপথ।




