সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী মো.রাফসান নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাঙ্গরকুল সোলতান মাঝির বাড়ি এলাকায় এ ঘটেছে। সে ওই এলাকার সাইফুল ইসলাম এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে রাফসান খেলার ছলে পরিবারের সবার অগোচরে বাড়ির উঠানে থাকা বালতির পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে বালতির পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মিয়া বালতির পানিতে ডুবে শিশু রাফসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Post Views: 257




