নিজস্ব প্রতিবেদকঃ রাজনীতি করে যারা তাদের চরম লক্ষ ক্ষমতায় যাওয়া, আর ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণ করা। যদিও বিগত দিনে এসব বিলিন হয়ে গেছে রাজনৈতিক অঙ্গন থেকে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার দখলবাজি রাজনীতি ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে আর এক নতুন অধ্যায় রচিত হয়। শেখ হাসিনা পালিয়ে গেলে সামনে বড় দলের ভূমিকায় বিএনপির গণজোয়ার দেখা দেয়। পরিবর্তিত প্রেক্ষাপটে দখল বাজী চাঁদা বাজি সহ জনদূভোর্গ কমিয়ে দলীয় শৃঙ্খলা ফেরাতে নেতাকর্মীর প্রতি কঠোর হতে দেখা যায় দলটির নীতিনৈতিকতায়।
ইতিমধ্যে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক নেতা কর্মীকে বহিস্কার করেছে দলটির হাইকমান্ড।তবে মিরপুরে তৃনমূল থেকে আমজাদ সহ দু-একটি নেতার বহিষ্কার হলেও বিএনপি নেতা আমিনুলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।
ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুলের বিরুদ্ধে মামলা বানিজ্য দখলবাজি সহ নানাবিধ অপরাধের সুনির্দিষ্ঠ অভিযোগ থাকলেও কোর ব্যবস্থা নেয়নি বিএনপি।
বিএনপি’র কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম তার নেতাকর্মী দিয়ে দখলবাজি ও লুটপাটের মহা উৎসব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে ।
গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা আমিনুল তার লোকজন দিয়ে মিরপুর পল্লবী সহ বিভিন্ন গার্মেন্টস দখলে নেয়। তাছাড়া মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে প্রায় দশ হাজার অসহায় পরিবারের বস্তি দখলে নিতে প্রতি ঘর ৫০০ টাকা চাঁদা দাবি করে।
অভিযোগ উঠেছে ওই বস্তিবাসীকে টাকা না দিলে ১৫ দিনের মধ্যে বসতি খালি করতে হুমকি দেয়।বস্তি খালি করতে হুমকি দেয় তথ্য ছিল তাইজুল ইসলাম চৌধুরী দেওয়ার পর মিরপুর সাত নম্বর তথ্যসূত্রে জানা যায়, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এলাকা ত্যাগ করে গা ঢাকা দেবার পর মিরপুর ৭ নম্বর কনকড গার্মেন্টস, তুষা এক্সপ্রেস, ডেকুলেট, এ প্লাস আজমত মার্ক ডিজাইন, ডাকো, জিতা, অ্যাপোলো উডলাইন, বঙ্গ গার্মেন্টস সহ কারসি ২২ তলার গার্মেন্টস ও তার লোকজন দিয়ে দখলে নিয়ে নেন। এ নিয়ে সম্প্রতি রুপনগর ও পল্লবী বিএনপির নেতা কর্মীরা বিএনপির ওই নেতার বিরুদ্ধে মিছিল করতেও দেখা গেছে।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিবের আস্থাভাজন আল ইসলাম ও আলমগীর হোসেন বাউলিয়াবাদবাসী পাঁচ নাম্বার ওয়ার্ড পলাশ নগর নিবাসীরেজার বাসা, বাসার নাম্বার ১১ খ/ গ ও ফ্লাট নাম্বার ৭ এবি বাসার উপরে উল্লেখিত নামধারী দু’জন ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং অনেক হুমকি-ধমকি করে ভয় ভীতি দেখায় ।পরবর্তীতে ৫০হাজার টাকা ওখান থেকে নিয়ে আসে ও হাতের দুটি স্বর্ণেরবালা নিয়ে আসে। এই ব্যাপারে ভুক্তভোগী পল্লবী থানায় মামলাও রুজু করেন।
এ বিষয়ে বিএনপি নেতা আমিনুল এর সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে ফোনে ও হোয়াটস এ্যাপে মেসেজ করেও কথা বলা সম্ভব হয়নি।




