দেব প্রসাদ ত্রিপুরা: খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ভেঙে যাওয়া বসতঘর নির্মাণে আংশিক সহযোগিতা হিসেবে চারটি অসহায় পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে এসব পরিবারের হাতে পরিবার প্রতি ২ বান্ডিল করে ঢেউটিন তুলে দেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের সভাপতি পরেশ ত্রিপুরা।

পরেশ ত্রিপুরা বলেন,” শ্রমিক সংসদের অনুরোধে বাবু খনেশ্বর ত্রিপুরা রিচার্ড এর সার্বিক ব্যবস্থাপনায় এই মহৎ কাজে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন IOM Bangladesh এর National Staff Association Commeettee (NSAC) নামক একটি সামাজিক সংগঠন। আমরা সংগঠনটির সার্বিক মংগল কামনা করছি।”

ঢেউটিন নিতে আসা বাম্বুপাড়ার খুলুংসা ত্রিপুরা জানান, ” বন্যায় আমার মাটির বসতঘরটি সম্পূর্ণরূপে ভাঙ্গি গেছে। টাকা ন কুলাই ঘর বানাই শেষ করি ন পারে । এ টিন আমার খুব উপকার হইছে। যারা টিন দিছে বেশি দিন বাঁচি থাকুক।”

ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউপির সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. ভিক্টর ত্রিপুরা, যুবনেতা সুনীল ত্রিপুরা, চুয়েল ত্রিপুরা প্রমুখ।

দেব প্রসাদ ত্রিপুরা: খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ভেঙে যাওয়া বসতঘর নির্মাণে আংশিক সহযোগিতা হিসেবে চারটি অসহায় পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে এসব পরিবারের হাতে পরিবার প্রতি ২ বান্ডিল করে ঢেউটিন তুলে দেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের সভাপতি পরেশ ত্রিপুরা।

পরেশ ত্রিপুরা বলেন,” শ্রমিক সংসদের অনুরোধে বাবু খনেশ্বর ত্রিপুরা রিচার্ড এর সার্বিক ব্যবস্থাপনায় এই মহৎ কাজে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন IOM Bangladesh এর National Staff Association Commeettee (NSAC) নামক একটি সামাজিক সংগঠন। আমরা সংগঠনটির সার্বিক মংগল কামনা করছি।”

ঢেউটিন নিতে আসা বাম্বুপাড়ার খুলুংসা ত্রিপুরা জানান, ” বন্যায় আমার মাটির বসতঘরটি সম্পূর্ণরূপে ভাঙ্গি গেছে। টাকা ন কুলাই ঘর বানাই শেষ করি ন পারে । এ টিন আমার খুব উপকার হইছে। যারা টিন দিছে বেশি দিন বাঁচি থাকুক।”

ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউপির সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. ভিক্টর ত্রিপুরা, যুবনেতা সুনীল ত্রিপুরা, চুয়েল ত্রিপুরা প্রমুখ।