ইজাজুল, উত্তরা প্রতিনিধিঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন এর জনগুরুত্বপূর্ণ অঞ্চল- ১ এর বেশ কয়েকটি রোডের যত্রতত্র কাটিং এর কারণ নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটতে দেখা গেছে।সম্প্রতি মেগাসিটির সেক্টর গুলোতে নিয়ম নীতির তোয়াক্কা না করে ডেসকো রাস্তা খোঁড়াকুড়ি করছে অহরহ। নগরের কয়েকটি সেবাদান প্রতিষ্টান তাদের নিজ নিজ কোম্পানির সংস্কার কাজে সিটি করপোরেশন এর পিচ ঢালাইকৃত মসৃণ করা রাস্তা গুলি কাটছে সারা বছর।
তবে সিটি করপোরেশন এর কাছে রোড কাটিং এর পার্মিট নিয়েছে এক প্রক্রিয়ার, আর কাজ চলছে ভিন্ন প্রক্রিয়ায়। রোড কাটিং এর ফলে ডেমেজ হওয়া রাস্তাগুলো পূন সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়।
পক্ষান্তরে সিটি করপোরেশন এর নীতিমালায় এই ডেমেজ ফি নেওয়ার কথা স্পষ্ট করে বলা থাকলেও দিনের পর দিন নগরবাসীকে দূর্ভোগে ফেলেছে ডেসকোর মতই আরও অন্যান্য কোম্পানি সংস্থা গুলি।অবৈধ ব্যবসার স্বার্থ হাসিল করতে রোড খুড়ে সংস্কার করছে। ফলে যেখানে সেখানে সৃষ্ট খনাখন্দক নগরবাসীর চলাচলে বিপদ জনক হয়ে উঠেছে। নগর সুবিধা নিশ্চিত করতে প্রতিটি অঞ্চলে এক জন প্রকৌশলী দায়িত্বে থাকলেএ মনিটরিং কার্যকর হয় না খুড়াখুড়ির ডেমেজ রাস্তার বিষয়ে।
উত্তরার ৬ নং সেক্টরে কয়েকটি রাস্তা কেটে ডেমেজ অংশ যত্রতত্র ভাবে বালু ফেলে চলে যাওয়ার ফলে মেইন রাস্তার বুক কেটে আর একটা রাস্তা মাটির নিচে লাইন স্থাপনে কাটিং পররর্তী ডেমেজ অংশ যান চলা চলে দূর্ঘটনা সৃষ্টি করছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা রিক্সায় আরোহন কালে মেইন রাস্তার বুক কাটিং এর ডেমেজ হওয়া গর্তে রিক্সার চাকা পড়ে কন্ট্রোল হারিয়ে পড়ে যেতে দেখা গেছে।
আসিক নামক এক চুতুর্থ শ্রেনী পড়ুয়ার মাতা এসময় বলেন, রোড কাটিং এর কারণে ভালো রাস্তাগুলো ডেমেজ করে দিচ্ছে ডেসকো কর্তৃপক্ষ। গত দুই তিনদিন আগেও এই রোডগুলো মসৃন ছিল।
উত্তর সিটি করপোরেশন এর জনগুরুত্বপূর্ণ অঞ্চল- ১ এর ৬ নং সেক্টরে চলতি এক সপ্তাহে ৪টি রাস্তা কাটিং হয়েছে। স্কুল -লাগোয়া ও কল্যাণ সমিতির অফিস সংলগ্ন রাস্তা গুলি কাটিং পরবর্তী ডেমেজ চোখে পড়ার মত।
এবিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম দি ক্রাইমকে বলেন, বিষটি আমি নোট করে রাখলাম, পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোড কাটিং অনুমতি ও তথ্যসংক্রান্ত বিষয়ে অভিন্ন তথ্য দেওয়ায় ধারনা করা হচ্ছে ডেসকো কাটিং বানিজ্যে আঞ্চলিক অফিসারের উদাসীনতা আছে।
গত ১৫ সেপ্টেম্বর অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ এর সাথে কথা বলে জানা যায়, সিটি কর্পোরেশন ডেসকো’কে কাটিং অনুমতি দিয়েছে। তবে কত ফিট কাটিং হবে তা জানা যায়নি।
এ বিষয়ে ডেসকোর নির্বাহী প্রকৌশলি গিয়াস উদ্দীনকে ফোন করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।




