আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে পশ্চিমা বিশ্বের শঙ্কা, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এর মধ্যে সোমবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে দাবি করেছেন, গোয়েন্দা প্রতিবেদনে পাওয়া তথ্যমতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতে চান।
সাংবাদিকদের এই মুখপাত্র বলেন, ‘গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় এবং ইতোমধ্যে পুতিনের পরিকল্পনা শুরু হয়েছে।’
বরিস জনসনের এই মুখপাত্র আরও বলেন, ‘ রুশ কৌশলের উপকরণগুলো আমরা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট পরিস্থিতিতে সেগুলো দেখা যায়, বাস্তব সময়ে সেগুলো খেলা শুরু করবে।’
তবে রাশিয়ার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই তাদের। তথ্যসূত্র: বিবিসি।



