উত্তরা প্রতিনিধি: রাজধানীর তুরাগ থানাধীন কেটিসি এন্ড কায়ি ট্রেনিং সেন্টারর বহুমাত্রিক অভিযোগের তথ্যসংগ্রহ কালে দৈনিক জনতার গণমাধ্যমকর্মী রানার উপর হামলা চালিয়েছে কেটিসি এন্ড কায়ি ট্রেনিং সেন্টারের সন্ত্রাসী বাহিনী। ঘটনার সূত্র ধরে দক্ষিণ থানাধীন এলাকার এক অভিযোগকারীর অভিযোগ এর তথ্য অনুসন্ধানে যান তিনি। তথ্য সংগ্রহ করে ফেরার পথে উত্তরা আজমপুরের রাজউক মার্কেটের পিছনে সন্ধ্যাকালীন সময়ে ১৫/২০ জন যুবক এ হামলা চালায়।আহত সাংবাদিক রানা স্থানীয় দৈনিক জনতার পত্রিকা’য় রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছে।
গণমাধ্যমকর্মী রানা বলেন, আমি তুরাগ থানাধীন দিয়াবাড়ীস্থ বাড়ী নং-১১১, ব্লক-ডি, কেটিসি এন্ড কায়ি ট্রেনিং সেন্টারের ৯০ জন লোককে রাশিয়া পাঠানোর কথা বলে তাহাদের কাছ থেকে প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করার জন্য যাই এবং পরবর্তীতে ২৫ আগষ্ট সন্ধ্যা অনুমান ৬ টায় আমি বিবাদীগনের কাছে তাদের পাসপোর্ট ও এনআইডি নম্বরের ফটোকপি চাইলে তারা দিতে অস্বীকার করে এবং বিবাদীগন আমাকে বলে যে, তুই কে? বিবাদীগন এই কথা বলে আমাকে আজমপুর থেকে ধরে কিল, ঘুষি মারতে মারতে তুরাগ থানাধীন দিয়াবাড়ীস্থ বাড়ী নং-১১১, ব্লক-ডি, কেটিসি এন্ড কায়ি ট্রেনিং সেন্টারে নিয়ে আসে এবং বিবাদীগন তাহাদের অফিসে নিয়ে এসে আমার ঠোটে, বুকে, মাথা ও হাটুতে এলোপাথারিভাবে মারধর করে।
তিনি আরো বলেন,একপর্যায়ে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।এবং আমার কাছে রক্ষিত থাকা নগদ টাকা বিবাদীগন নিয়া নেয়। এ বিষয়ে তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।




