আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীতে এইডসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো একজন এইচআইভি আক্রান্ত নারী রোগীকে এইডস ভাইরাসমুক্ত করা সম্ভব হয়েছে। মার্কিন ওই নারী লিউকিমিয়ায়ও আক্রান্ত ছিলেন।
গবেষকেরা বলেছেন, স্টেম সেল বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে ওই নারী এইডস থেকে সুস্থ হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত এই রোগের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের তিনজন সুস্থ হলেন। যার মধ্যে দুজনই পুরুষ।
খবরে বলা হয়েছে, এইচআইভি চিকিৎসায় সুস্থ হওয়া ওই প্রথম নারীর বয়স ৬৪ বছর।
আন্তর্জাতিক এইডস সংস্থার নির্বাচিত প্রেসিডেন্ট শ্যারন লেউইন এক বিবৃতিতে বলেন, ওই নারীসহ এইচআইভি চিকিৎসায় আরোগ্য পেয়েছেন মোট তিনজন। আর নারীদের মধ্যে তিনিই প্রথম।
Post Views: 313



