পটিয়া প্রতিনিধি: ভিডিও কলে হবু স্বামীর সঙ্গে ঝগড়া করে পটিয়ায় আত্মহত্যা করেছে এক তরুণী। নিহতের তরুণীর নাম রীমা আক্তার (২০)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির বাচা মিয়ার কন্যা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টায় ঘরের দরজা বন্ধ করে তরুণী এ আত্মহত্যা করে।

জানা যায়, এদিন রাতে ছিল তাদের মেহেদী অনুষ্ঠান এবং আজ শুক্রবার দুপুরে ছিল বিয়ের অনুষ্ঠান। রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ একজন ব্যাংকার হলেও যৌতুক চেয়ে বসে। বিয়ের আগেই একবার মেয়ের বাবা বিয়ের খরচ হিসেবে ছেলেকে চাহিদা মতো টাকা দিয়েছে বলে সুইসাইড নোটে লিখে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে ব্যাংকার মিজানুর রহমানের সঙ্গে রীমা আক্তারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। মিজানুর রহমান মোরশেদ একই এলাকার মফিজুর রহমানের ছেলে। উভয়ের পরিবার ছেলে-মেয়ের সম্পর্ক জেনে পারিবারিকভাবেই শুক্রবার বিয়ের তারিখ ঠিক করে। অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে রীমা ও মিজানুর রহমান মোরশেদ মোবাইলে ভিডিও কলে কথা বলছিল। এরপরই ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে রীমা আত্মহত্যা করে।

পটিয়া প্রতিনিধি: ভিডিও কলে হবু স্বামীর সঙ্গে ঝগড়া করে পটিয়ায় আত্মহত্যা করেছে এক তরুণী। নিহতের তরুণীর নাম রীমা আক্তার (২০)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির বাচা মিয়ার কন্যা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টায় ঘরের দরজা বন্ধ করে তরুণী এ আত্মহত্যা করে।

জানা যায়, এদিন রাতে ছিল তাদের মেহেদী অনুষ্ঠান এবং আজ শুক্রবার দুপুরে ছিল বিয়ের অনুষ্ঠান। রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ একজন ব্যাংকার হলেও যৌতুক চেয়ে বসে। বিয়ের আগেই একবার মেয়ের বাবা বিয়ের খরচ হিসেবে ছেলেকে চাহিদা মতো টাকা দিয়েছে বলে সুইসাইড নোটে লিখে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে ব্যাংকার মিজানুর রহমানের সঙ্গে রীমা আক্তারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। মিজানুর রহমান মোরশেদ একই এলাকার মফিজুর রহমানের ছেলে। উভয়ের পরিবার ছেলে-মেয়ের সম্পর্ক জেনে পারিবারিকভাবেই শুক্রবার বিয়ের তারিখ ঠিক করে। অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে রীমা ও মিজানুর রহমান মোরশেদ মোবাইলে ভিডিও কলে কথা বলছিল। এরপরই ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে রীমা আত্মহত্যা করে।