প্রেস বিজ্ঞপ্তি: ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ” মা ” দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৩ জুন)দুপুরে আইএফআইসি বাংকের আয়োজনে পুরাতন কোর্ট রোডে জেলার প্রধান শাখার বেসরকারি ব্যাংকিং সেক্টর-এ নারী ম্যানেজার মোছা. কুলসুম বেগম বৃষ্টি’ র আমন্ত্রণে ১৫ জন বিশিষ্ট নারী গ্রাহকদের সমাবেশ অনু্ষ্টিত হয়।

ব্যাংকের সেকেন্ড অফিসার বিমান বাবু’র উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিতাস বার্তার সম্পাদক এম, এ,মতিন সানু।

প্রধান বক্তা হিসেবে বিশ্ব নারী দিবসের তাৎপর্য এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দক্ষ, বিচক্ষণ ম্যানেজার মোছা. কুলসুম বেগম বৃষ্টি।

আলোচনা ও বৈকালি চা-নাশতার পর সকল গ্রাহকদের মাঝে ম্যানেজার মোছা. কুলসুম বেগম একটি করে ফলজ মাল্টার চারা এবং ক্যালেন্ডার উপহার সামগ্রী বিতরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি: ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ” মা ” দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৩ জুন)দুপুরে আইএফআইসি বাংকের আয়োজনে পুরাতন কোর্ট রোডে জেলার প্রধান শাখার বেসরকারি ব্যাংকিং সেক্টর-এ নারী ম্যানেজার মোছা. কুলসুম বেগম বৃষ্টি’ র আমন্ত্রণে ১৫ জন বিশিষ্ট নারী গ্রাহকদের সমাবেশ অনু্ষ্টিত হয়।

ব্যাংকের সেকেন্ড অফিসার বিমান বাবু’র উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিতাস বার্তার সম্পাদক এম, এ,মতিন সানু।

প্রধান বক্তা হিসেবে বিশ্ব নারী দিবসের তাৎপর্য এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দক্ষ, বিচক্ষণ ম্যানেজার মোছা. কুলসুম বেগম বৃষ্টি।

আলোচনা ও বৈকালি চা-নাশতার পর সকল গ্রাহকদের মাঝে ম্যানেজার মোছা. কুলসুম বেগম একটি করে ফলজ মাল্টার চারা এবং ক্যালেন্ডার উপহার সামগ্রী বিতরণ করেন।