নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী বাঁচলেই চট্টগ্রাম বাঁচবে, চট্টগ্রাম বাঁচলেই দেশ বাঁচবে। চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃদপিন্ড। কর্ণফুলীকে বাঁচাতে হলে নগরীকে পলিথিনমুক্তসহ সকল আবর্জনা পরিস্কারে নগরবাসীকে নাগরিক দায়িত্ব পালনে ব্রত নিতে হবে। নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা গেলে দেশব্যাপী এর প্রভাব পড়বে। তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এই স্লোগানকে ধারণ করে এ্যাড ভিশন নগরীতে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান ২০২২ ও জনসচেতনতা সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মুখে এ্যাড ভিশন’র মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন।
মেয়র বলেন, পলিথিন পরিবেশের জন্য অভিশাপ স্বরূপ। এর ব্যবহার বন্ধে চসিক ইতোমধ্যে তিনটি কাঁচাবাজারে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করে অনেকটা সফলতা অর্জন করেছে। এই সাফল্যের ধারবাহিকতা ধরে রাখতে নগরীর অন্যান্য বাজারগুলো থেকে পলিথিন ব্যবহার বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ফেব্রুয়ারী থেকে বিভিন্ন বাজারে পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চসিক।
তিনি বলেন, গৃহস্থালী ময়লা আবর্জনা, বর্জ্য ফেলার কারণে খাল, নালা-নর্দমা পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। অথচ নগরবাসীকে বার বার অনুরোধ ও আহবান জানিয়েছি খাল-নালাকে ডাস্টবিন ভাববেন না, এখানে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলবেন না। এই আহ্বানকে উপেক্ষা করে একটি মহল এখনো যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে নগরীকে দূষিত করছে। নগরীর বাসিন্দারা হচ্ছে এই শহরের নাগরিক। কাজেই তাদের মধ্যে নাগরিক সচেতনতা থাকবে এটা প্রত্যাশা করি। পরিবেশের ক্ষতির পাশাপাশি ও খালের পানি দূষিত হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতা ও নির্মল পরিবেশ সৃষ্টির মাধ্যমে চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার চসিক পরিচ্ছন্ন কর্মীদের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে নগরবাসীকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, এ্যাড ভিশন’র সভাপতি মো. মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, এড. কামরুল ইসলাম, হাসান মাসুদ, মো. আইয়ুব, মহিলা সম্পাদিকা সাথী কামাল, নাসরিন তমা, স.ম জিয়াউর রহমান, রাজনীতিক আলহাজ্ব সিরাজুল ইসলাম, কালিম শেখ, সংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।



