নগর প্রতিবেদক: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আজ শনিবার (০২ ডিসেম্বর)সকাল ১১টায় দুই দিনব্যাপী ‘রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

May be an image of 4 people, dais and text

প্রশিক্ষণের প্রথম পর্বে সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউনডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপারসন লুৎমিলা ফরিদ।

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য ই-কমার্স ছাড়া গতি নেই। এফ-কমার্সে অনেক সীমাবদ্ধতা থাকে যা ই-কমার্সে থাকে না।

May be an image of 4 people, dais and text

প্রধান অতিথি ড. মোঃ মফিজুর রহমান বলেন, ফেইসবুকে ব্যবসার কোনো নিরাপত্তা থাকে না। যে কোন সময় পেইজ বন্ধ বা হ্যাক হয়ে যেতে পারে। আরও বড় সমস্যা দাঁড়ায় যখন আপনার প্রোডাক্টের ছবি কেউ ব্যবহার করে ওদের প্রোডাক্টের মার্কেটিং করে। ওয়েবসাইটে ব্যবসা পরিচালনা করলে তখন এ সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না। ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করলে ব্যবসার পরিধি বৃদ্ধি হয় সাথে স্থায়িত্বও নিশ্চিত থাকবে।

অনুষ্ঠানের সভাপতি আবিদা মোস্তফা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ই-কমার্স প্ল্যাটফর্মে যেতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের হাতে কলমে দেখানো হবে কীভাবে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে হয়।

May be an image of 4 people, dais and text that says "Entrepreneur Development Training Program ROAD MAP OF Commerce to E-Commerce SME FOUNDATION hamber of Commerce in WCCI) upported MC Coundation :Seminar Hall, CW MMERCE INDUSTRY"

সিডব্লিউসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক ডা. মুনাল মাহবুব বলেন, ফেইসবুক মূলত নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ব্যবসার প্ল্যাটফর্ম নয়। ফেইসবুক ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা হলো নিশ্চয়তার অভাব। তাই এখনই ই-কমার্স প্ল্যাটর্মেও দিকে যাওয়া খুবই জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, সীমা খাতুন এবং পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি।

অনুষ্ঠান শেষে সিডব্লিউসিসিআই-আইএলও প্রোগ্রেস প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের এডভাইসার এবং প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান মূল সেশন পরিচালনা করেন।

নগর প্রতিবেদক: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আজ শনিবার (০২ ডিসেম্বর)সকাল ১১টায় দুই দিনব্যাপী ‘রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

May be an image of 4 people, dais and text

প্রশিক্ষণের প্রথম পর্বে সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউনডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপারসন লুৎমিলা ফরিদ।

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য ই-কমার্স ছাড়া গতি নেই। এফ-কমার্সে অনেক সীমাবদ্ধতা থাকে যা ই-কমার্সে থাকে না।

May be an image of 4 people, dais and text

প্রধান অতিথি ড. মোঃ মফিজুর রহমান বলেন, ফেইসবুকে ব্যবসার কোনো নিরাপত্তা থাকে না। যে কোন সময় পেইজ বন্ধ বা হ্যাক হয়ে যেতে পারে। আরও বড় সমস্যা দাঁড়ায় যখন আপনার প্রোডাক্টের ছবি কেউ ব্যবহার করে ওদের প্রোডাক্টের মার্কেটিং করে। ওয়েবসাইটে ব্যবসা পরিচালনা করলে তখন এ সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না। ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করলে ব্যবসার পরিধি বৃদ্ধি হয় সাথে স্থায়িত্বও নিশ্চিত থাকবে।

অনুষ্ঠানের সভাপতি আবিদা মোস্তফা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ই-কমার্স প্ল্যাটফর্মে যেতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের হাতে কলমে দেখানো হবে কীভাবে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে হয়।

May be an image of 4 people, dais and text that says "Entrepreneur Development Training Program ROAD MAP OF Commerce to E-Commerce SME FOUNDATION hamber of Commerce in WCCI) upported MC Coundation :Seminar Hall, CW MMERCE INDUSTRY"

সিডব্লিউসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক ডা. মুনাল মাহবুব বলেন, ফেইসবুক মূলত নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ব্যবসার প্ল্যাটফর্ম নয়। ফেইসবুক ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা হলো নিশ্চয়তার অভাব। তাই এখনই ই-কমার্স প্ল্যাটর্মেও দিকে যাওয়া খুবই জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, সীমা খাতুন এবং পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি।

অনুষ্ঠান শেষে সিডব্লিউসিসিআই-আইএলও প্রোগ্রেস প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের এডভাইসার এবং প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান মূল সেশন পরিচালনা করেন।