সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের জমাদার পাড়ায় নিলুফা ইয়াছমিন(১৮)নামের এক মহিলা প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান(২২) নামে প্রেমিককে আটক করেছে পুলিশ ।

নিলুফা সোনাকানিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড জমাদার পাড়ার আব্দুল গফুরের মেয়ে।আটককৃত মোস্তাফিজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৪ নম্বর ওয়ার্ড বমু বিলছড়ি ইউনিয়নের পুকুরিয়া খোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এলাকাবাসী ও অভিযোগসূত্রে জানা যায়, নিলুফা ইয়াছমিন উপজেলার সোনাকানিয়া গারাংগিয়া হাতিয়ারকূল ছিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় ছাত্রী।উক্ত মাদ্রাসায় আসা যাওয়ার পথে ইয়াছমিনের সাথে মোস্তাফিজের সাথে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তাদের প্রেমের সম্পর্কটি দীর্ঘদিন স্থায়ী ছিল। বিষয়টি পারিবারিক জানাজানি হলে এ ঘটনা নিয়ে উভয় পরিবারের সাথে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা হয়। এ আলোচনা বিলম্বিত হলে নিলুফা বিবাদী মোস্তাফিজকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিবাদী মোস্তাফিজ নিলুফা ইয়াছমিনকে বিবাহ করবে না বলে জানিয়ে দিলে নিলুফা
আত্মহত্যা করবে বলে জানান। এ কথায় মোস্তাফিজ রাগের বশবর্তী হয়ে নিলুফা ইয়াছমিনকে বলে, তোর মত মেয়ে বেঁচে থাকার প্রয়োজন নেই।একথা শোনার পর নিলুফা ইয়াছমিন নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো,আইয়ুব জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদেরকে জানালে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের লাশ গ্রহণ করে সুরতহালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এক যুবক আটক রয়েছে।

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের জমাদার পাড়ায় নিলুফা ইয়াছমিন(১৮)নামের এক মহিলা প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান(২২) নামে প্রেমিককে আটক করেছে পুলিশ ।

নিলুফা সোনাকানিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড জমাদার পাড়ার আব্দুল গফুরের মেয়ে।আটককৃত মোস্তাফিজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৪ নম্বর ওয়ার্ড বমু বিলছড়ি ইউনিয়নের পুকুরিয়া খোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এলাকাবাসী ও অভিযোগসূত্রে জানা যায়, নিলুফা ইয়াছমিন উপজেলার সোনাকানিয়া গারাংগিয়া হাতিয়ারকূল ছিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় ছাত্রী।উক্ত মাদ্রাসায় আসা যাওয়ার পথে ইয়াছমিনের সাথে মোস্তাফিজের সাথে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তাদের প্রেমের সম্পর্কটি দীর্ঘদিন স্থায়ী ছিল। বিষয়টি পারিবারিক জানাজানি হলে এ ঘটনা নিয়ে উভয় পরিবারের সাথে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা হয়। এ আলোচনা বিলম্বিত হলে নিলুফা বিবাদী মোস্তাফিজকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিবাদী মোস্তাফিজ নিলুফা ইয়াছমিনকে বিবাহ করবে না বলে জানিয়ে দিলে নিলুফা
আত্মহত্যা করবে বলে জানান। এ কথায় মোস্তাফিজ রাগের বশবর্তী হয়ে নিলুফা ইয়াছমিনকে বলে, তোর মত মেয়ে বেঁচে থাকার প্রয়োজন নেই।একথা শোনার পর নিলুফা ইয়াছমিন নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো,আইয়ুব জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদেরকে জানালে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের লাশ গ্রহণ করে সুরতহালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এক যুবক আটক রয়েছে।