নুরুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ২,১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত ১৩ জানুয়ারি রাত পৌনে ৯টায় লোহাগাড়া থানার এসআইগোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২হাজার ,১০০ একশত পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ আসামী মোঃ শফি আলম(৩০), মোঃ রাব্বি মোল্যা(২৫) ও মোঃ আরাফাত শিকদার(২৫)’দেরকে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Post Views: 306



