নিজস্ব প্রতিবেদক: নগরীর ইপিজেড থানা এলাকায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আলেক শাহকে (২১) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। আজ সোমবার (১০ জানুয়ারী) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। আলেক শাহ নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার চিতুলিয়া গ্রামের সন্তু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা এড. মো. ফখরুদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ২৪ অক্টোবর ইপিজেড থানা এলাকায় আলেক শাহ তার স্ত্রী আশামনিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় আশামনির মা লুৎফুর বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১১ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। এছাড়া আসামিও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামিপক্ষ থেকে এ মামলায় ১ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা করে আদালত এ মামলার রায় দেন।

নিজস্ব প্রতিবেদক: নগরীর ইপিজেড থানা এলাকায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আলেক শাহকে (২১) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। আজ সোমবার (১০ জানুয়ারী) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। আলেক শাহ নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার চিতুলিয়া গ্রামের সন্তু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা এড. মো. ফখরুদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ২৪ অক্টোবর ইপিজেড থানা এলাকায় আলেক শাহ তার স্ত্রী আশামনিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় আশামনির মা লুৎফুর বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১১ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। এছাড়া আসামিও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামিপক্ষ থেকে এ মামলায় ১ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা করে আদালত এ মামলার রায় দেন।