নগর প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পাহাড়তলী শাখার খেলাপী গ্রাহক মেসার্স পাকিজা স্টীলের মালিক মো: আশরাফ উদ্দৌলাকে চেক প্রতারণা মামলায় গত রবিবার রাতে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ ।

বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাইদ এবং এস আই আজাহার ।

মো: আশরাফ উদ্দৌলা সীতাকুণ্ড থানার কদম রসুল জাহানাবাদের মাষ্টার আমির হোসাইনের পুত্র ।

ব্যাংকের প্যানেল ল’ইয়ার ও সিনিয়র এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আশরাফ উদ্দৌলা ইসলামী ব্যাংকের সর্বমোট ৮ কোটি টাকার খেলাপী গ্রাহক । সে ১০টি মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং আরো কয়েকটি মামলা বিচারাধীন আছে ।

নগর প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পাহাড়তলী শাখার খেলাপী গ্রাহক মেসার্স পাকিজা স্টীলের মালিক মো: আশরাফ উদ্দৌলাকে চেক প্রতারণা মামলায় গত রবিবার রাতে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ ।

বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাইদ এবং এস আই আজাহার ।

মো: আশরাফ উদ্দৌলা সীতাকুণ্ড থানার কদম রসুল জাহানাবাদের মাষ্টার আমির হোসাইনের পুত্র ।

ব্যাংকের প্যানেল ল’ইয়ার ও সিনিয়র এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আশরাফ উদ্দৌলা ইসলামী ব্যাংকের সর্বমোট ৮ কোটি টাকার খেলাপী গ্রাহক । সে ১০টি মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং আরো কয়েকটি মামলা বিচারাধীন আছে ।