ঢাকা ব্যুরো: একটি দক্ষ বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা দ্বারা বৈশিষ্ট্যযুক্ত একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার অন্যতম প্রধান পূর্বশর্ত। আজ রবিবার (০২ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে”বাংলাদেশে এফডিআই প্রচারের জন্য আরবিট্রেশন অ্যাক্ট রিভিজিটিং” সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মোঃ সমীর সাত্তার এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচই মিস্টার রবার্ট চ্যাটারটন ডিকসন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী।
সেমিনারে যোগদানকারী বক্তারা বলেন, আরবিট্রেশন অ্যাক্ট ২০০১ এর সংস্কারগুলি এফডিআই আরও বেশি আকর্ষণ করতে সাহায্য করবে, কারণ বিদেশী বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিরাপদ এবং সুরক্ষিত করতে চায়। তদুপরি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ন্যায়বিচার পাওয়ার সময় বাঁচায়।
তারা আরও বলেন, সালিশি আইনের সংস্কার এবং চুক্তির প্রয়োগ নিশ্চিতকরণ দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতি নিশ্চিত করবে। শুধু ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য পৃথক বাণিজ্যিক আদালত গঠনের সুপারিশও করেন তারা।




