নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে তার অন্যতম দৃষ্টান্ত বজ্রপাতের সংখ্যা বেড়ে যাচ্ছে । বজ্রপাত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছিল। প্রতি বছর বজ্রপাত বৃদ্ধি পাওয়ায় মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ছে। বজ্রপাতে মানুষ, গবাদিপশু ও বন্যপ্রাণী মারা যাচ্ছে। আজ বুধবার (১২ অক্ঠোবর) সকালে বিভাগীয় কমিশনার এর হল রুমে সিলেট বিভাগের ৪টি জেলায় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন উপস্থিত থেকে তালগাছের চারা বিতরণ করেন।
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে তালগাছ লাগানোকে বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন। বজ্রপাত নিরোধে তালগাছ বেশ কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন, তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ তালগাছের বাঁকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে এটি সহায়ক।
এ সকল দিক বিবেচনা করে সিলেট এ বিভাগের ৪টি জেলায় ১৫০০টি তালগাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
Post Views: 245




