নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা ৫নং ওয়ার্ড এলাকার শীর্ষ সন্ত্রাসী রিফাত (৩৫) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয় ১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে।
আটককৃত রিফাতের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি এলজি, ৭টি কার্তুজ, ২লিটার বাংলা মদ, ৪টি রাম দা, ৬টি চাকু, ১টি ড্রোন, ৮টি মোবাইল, ৩টি মেমরি কার্ড, ১টি মোবাইল ব্যাটারি, ১টি রকেট প্যারাসুট, ফ্লেয়ার সিগন্যাল, ১টি পেনড্রাইভ। ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Post Views: 32




