দি ক্রাইম ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। এক শতাংশ সমর্থকের তালিকায় ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ সমর্থকের তালিকায় ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে এর বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বৈধ বলে রায় দেন।
মনোনয়ন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুল হক চৌধুরী বলেন, এক শতাংশ সমর্থকের তালিকায় কিছু ত্রুটির কারণে মনোনয়ন বাতিল হয়েছিল। এ বিষয়ে আপিল করার পর আজ কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। আমি এখন সম্পূর্ণ বৈধ প্রার্থী। চট্টগ্রাম-১৪ আসনসহ সারা দেশে এ বিষয়ে যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। কেউ কেউ প্রচারণা চালালে তা আচরণবিধির লঙ্ঘন হবে। প্রতীক বরাদ্দের পর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিরপেক্ষ প্রশাসনের অধীনে এ নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগ–সম্পৃক্ত একজন প্রার্থী করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে আমি ২০০৮ সালে চারদলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইসি।




