প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি বিষয়ক এক সেমিনার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের সচিব( অতিরিক্ত সচিব) মোঃ শাহে আলম।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাখওয়াত হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সাপ্তাহিক অপদান পত্রিকার সম্পাদক মোঃ হানিফ আলী, এফবিজেও এর ভাইস চেয়ারম্যান লুৎফন নাহার রিক্তা।
প্রধান অতিথি বলেন, তথ্য পাওয়ার অধিকার সবারই আছে। সাংবাদিকরা চাইলে রাস্ট্রের আইন মেনে সকলকে তথ্য দিতে হবে।
সেমিনারে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 241