ইসমাইল হোসেন রকি,ঢাকা বিভাগীয় প্রতিনিধি: আরজেএফ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম ও প্রতিনিধি সভা ২০২২ সম্পন্ন হয়েছে।আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী পিআইবি সেমিনার কক্ষ, ৩, সার্কিট হাউজ রোড, ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে সনদ বিতরণ ও আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
প্রশিক্ষণ পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান।
প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, গণমাধ্যম গবেষক এডভোকেট মাসুদুর রহামন।

বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ছিদ্দিকুর রহমান আজাদী, যুগ্ম আহ্বায়ক ফারুকুল ইসলাম, মোঃ ছানাউল্লাহ, লুৎফুন নাহার রিক্তা, কবি মাহবুব আরা দুলু, ফাতেমা বেগম, উর্মী রহমান, সদস্য শাহ মেহেদী হাসান লিটন, মোঃ এনামুল হক, সুজন মাহমুদ, জামাল সিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরজেএফ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকান্দার আলম শেখ, যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক মিল্টন খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন রকি, বগুড়া জেলা আরজেএফ’র সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, নাটোর জেলা আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক জুলহাস কাইয়ুম, কার্যকরী সদস্য শাহাদাৎ হোসেন শাহীন, সাধারণ পরিষদ সদস্য রেজিনা বেগম, এডভোকেট আখলিমা সুলতানা, মোঃ ফজলুল হক, মোঃ আব্বাস উদ্দিন, রুমানা ইসলাম, ইসরাত আরা, সাজেদা খানম, রবিউল ইসলাম রনি প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় সারাদেশ থেকে বিভিন্ন গণমাধ্যমের ১০০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা ও স্থানীয় পর্যায়ে সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিতে হলে নিজেকে একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক হিসেবে গড়ে তুলতে হবে। অন্যের তথ্যের উপর নির্ভর করে কোন সংবাদ পরিবেশন করা ঠিক হবে না।
মিছবাহুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকদের দেশমাতৃকার টানে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গবেষণাধর্মী প্রতিবেদন এবং ফিচার লিখতে হবে। শুধু ইতিবাচক নয়, দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে নিরপেক্ষ সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করতে হবে।
Post Views: 325