প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। আজ শনিবার ১০ সেপ্টেম্বর সকালে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে বিদায়ী ও নতুন কমিটির সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়। এ সময় বিদায়ী সভাপতি শামসুল হক হায়দারী ও নতুন সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ পরষ্পরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। নতুন সাধারণ সম্পাদক সালেহ নোমান বিদায়ী সাধারণ সম্পাদক শাহনওয়াজের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ২৮ আগস্ট সিএমইউজে নেতৃবৃন্দের সঙ্গে সিএমইউজের সদস্যদের মতবিনিময় সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে গত ৫ সেপ্টেম্বর বিএফইউজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।
Post Views: 293