নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৫-২১ জুন থেকে সারাদেশ দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। দেশের এ সর্ববৃহৎ পরিসংখ্যানিক কার্যক্রমটির প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ ডাক বিভাগ এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (০৭ জুন) সন্ধ্যা ৭টায় স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এমপি, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ দিলদার হোসেন।
এছাড়া সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন অনষ্ঠানে উপস্থিত ছিলেন।
Post Views: 272




