চকরিয়া প্রতিনিধি: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় বরকত মিয়ার হ্যাচারীর ম্যানেজার মনির আহমদ (৭৫) রাস্তা পারাপারের সময় পাজারো গাড়ীর চাপায় নিহত হয়েছেন। আজ শনিবার (২১ মে) সকাল ১০টায় এ দূর্ঘটনা ঘটে। পরে গাড়ীটি রাস্তার পাশে দুমরে মুছরে পড়লে গাড়ীর ড্রাইবারও গুরতর আহত হয়। নিহত মনির সাতকানীয় উপজেলার পৌরসভা ৬নং ওয়ার্ডের মৃত আবুল খাইরের ছেলে। গাড়ীটি স্বাস্থ্য মন্ত্রনালয় চট্টগ্রামের উপপরিচালকের ব্যবহৃত সরকারি গাড়ী।
Post Views: 513




