দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে এক ছাত্রলীগ নেতা খুন ও দুই জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা কুলুইম্মা পাড়া ব্রিজের উপর এই নৃশংষ খুনের ঘটনা ঘটে। জানা যায় ঘটনার দিন জাহেদুল ইসলাম (আওয়াল) তার দুই সঙ্গী রায়হান চৌধুরী সানি, ইয়াছিন আরাফাত সাগর ৩ জনকে দক্ষিণ জোয়ারা কুলুইম্মা পাড়ায় তাদের বন্ধুরা বিরিয়ানী খেতে দাওয়াত দে। সেদিন রাত ৮টার সময় দাওয়াত খেতে সিএনজি যোগে কুলুইম্মা পাড়া ব্রিজে পৌছালে ব্রিজের উপরে অন্ধকারে পূর্ব থেকে উৎপেতে থাকা ৮/১০ জনের বন্ধু নামধারী দুরবৃত্তের দল পূর্ব শত্রুতার জের ধরে এলোপাতারি চুরিকাখাতে ৩ জনকে মারত্মক আহত করেন। আহতরা ব্রীজের উপর লুটিয়ে পড়লে তাদের শোর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে দুরবৃত্তরা পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চন্দনাইশ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতির কারণে ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় জাহেদুল ইসলাম (আওয়াল) মৃত্যু বরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত অপর ২জন মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। জাহেদুল ইসলাম (আওয়ালের) পিতা জাহাঙ্গীর খুনের সত্যতা নিশ্চিত করে প্রশাসনের নিকট খুনিদের বিচার দাবি করেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। মামলা প্রক্রিয়াধীন।




