আবিদুর রহমান বাবুল দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ছাত্রলীগ নেতা খুন ও দুই জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় সড়কে এই অবরোধ দেওয়া হয়।
জানা যায়, ঘটনার দিন জাহেদুল ইসলাম (আওয়াল) তার দুই সঙ্গী রায়হান চৌধুরী সানি, ইয়াছিন আরাফাত সাগর ৩ জনকে উপজেলার দক্ষিণ জোয়ারা কুলুইম্মা পাড়ায় তাদের বন্ধুরা বিরিয়ানী খেতে দাওয়াত দে। সেদিন রাত ৮টার সময় ৩ বন্ধু দাওয়াত খেতে সিএনজি যোগে কুলুইম্মা পাড়া ব্রিজে পৌছালে ব্রিজের উপরে অন্ধকারে পূর্ব থেকে উৎপেতে থাকা ৮/১০ জনের বন্ধু নামধারী দুরবৃত্তের দল পূর্ব শত্রুতার জের ধরে এলোপাতারি চুরিকাখাতে ৩ জনকে মারত্মক আহত করেন। আহতরা ব্রীজের উপর লুটিয়ে পড়লে তাদের শোর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে দুরবৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চন্দনাইশ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতির কারণে ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় জাহেদুল ইসলাম (আওয়াল) মৃত্যু বরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত অপর ২জন মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে।
অবরোধ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি চলে। এসময় বিক্ষোভ কারীরা মুহ মুহ স্লোগান দে। সড়কের উপরে টায়ার জ্বালিয়ে দুইদিকের যানবাহন চলাচল বন্ধ করেদেন। ফলে গাছবাড়ীয়া থেকে কাঞ্চনাবাদ এবং গাছবাড়ীয়া থেকে বাগিছাহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এসময় উৎতপ্ত গরমের কারণে যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হয়। ১২ টা ৪০ মিনিটের দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে আসামী গ্রেপ্তার কঠোর শাস্ত্রির ব্যবস্থা গ্রহণে আসস্থ করলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম আরমান। গাছবাড়ীয়া সরকারি কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাফাতুন চৌধুরী, মো. জাহেদ চৌধুরী, সম্রাট চৌধুরী, মো. কলিছ চৌধুরী, শহীদুল ইসলাম, মো. ফারুক, মো. মারুফ, মানিক, জোবায়ের প্রমুখ।




