দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাবের ২০১৯ সালের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠান সংক্রান্তে একটি মামলা মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ অদ্য (১৮/৫/২০২২ ইং) তারিখে খারিজ করে দিয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম প্রেস ক্লাব এর বহিস্কৃত সদস্য হাসান ফেরদৌস কর্তৃক ক্লাবের বিগত ২০১৯ সালের ৩০ জানুয়ারির নির্বাচন স্থগিতের আবেদন জানালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তা মঞ্জুর করেন। ফলে ৩০ জানুয়ারির নির্ধারিত সময়ের নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তীতে প্রেস ক্লাবের পক্ষে সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালতে লিভ টু আপীল দায়ের করা হলে মাননীয় চেম্বারজজ আদালত শুনানি শেষে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করে দেন। এর ফলে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে চেম্বার জজ আদালতের আদেশ আপীল বিভাগেও বহাল থাকে। অপরদিকে হাসান ফেরদৌসের দায়ের করা মূল মামলা (সিভিল রিভিশন মামলা নং ২৫৫/২০১৯) হাইকোর্টে চলমান থাকে।
অদ্য ১৮/৫/২০২২ ইং তারিখে হাইকোর্টের মাননীয় বিচারপতি রুহুল কুদ্দুস ও মাননীয় বিচারপতি কাজী এবাদত হোসাইন এর দ্বৈত বেঞ্চ উভয়পক্ষের উপস্থিতিতে চুড়ান্ত শুনানী শেষে মামলাটি খারিজ করে দেন। ফলে ২০১৯ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সংক্রান্তে বহিস্কৃত সদস্য হাসান ফেরদৌসের মামলার অবসান ঘটলো। অদ্য শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্ণি জেনারেল রহিমা খাতুন ও চট্টগ্রাম প্রেস ক্লাব এর পক্ষে সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ও হাইকোর্ট ডিভিশনের আইনজীবী অ্যাডভোকেট অমিত তালুকদার অংশ নেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের উক্ত নির্বাচন নিয়ে হাইকোর্টের সর্বশেষ আদেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ।