ঢাকা ব্যুরো: করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সাহায্যার্থে বাংলাদেশ বার কাউন্সিলের ‘আইনজীবী প্রণোদনা তহবিল’ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এককালীন ২০ কোটি টাকার প্রণোদনা অর্থ বণ্টনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সকল আইনজীবী সমিতির নিয়মিত সদস্যদের মধ্যে সমহারে বণ্টনের জন্য বরাদ্দকৃত চেক অতি শিঘ্রই সমিতির অনুকূলে প্রেরণ করা হবে। আজ মঙ্গলবার (১৭ মে) সংস্থার সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১০ মে বার কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সমিতির আবেদনের প্রেক্ষিতে তাদের গঠিত ‘নারী আইনজীবী কল্যাণ ফান্ড’ -এর অনুকূলে ৩০ লাখ টাকা প্রদান করা হয়েছে। বাকি ১৯ কোটি ৭০ লক্ষ টাকা দেশের সকল আইনজীবী সমিতির নিয়মিত সদস্যের মধ্যে সমহারে বণ্টন করা হবে।
এ লক্ষ্যে দেশের ৮১টি আইনজীবী সমিতির তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী ওইসব আইনজীবী সমিতির নিয়মিত সদস্য সংখ্যা অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত টাকার চেক অতি শিঘ্রই সংশ্লিষ্ট আইনজীবী সমিতির অনুকূলে প্রেরণ করা হবে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।




