প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ঘনিষ্ঠ সহচর জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম জননেতা আলহাজ্ব রহমতুল্লাহ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার (১৭ মে) সকালে গরীবুল্লাহ শাহ্ মাজার প্রাঙ্গণে মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জেয়ারত করা হয়।
মরহুম জননেতা রহমতুল্লাহ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী, বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত নেতার সুযোগ্য কন্যা মিসেস রুবা আহসান চৌধুরী, পাহাড়তলী শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগের সভাপতি শফি বাঙালি, শ্রমিক নেতা হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব সদস্যসচিব মো. মীরন হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন চৌধুরী, মো. মীর নওশাদ, মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মো. বখতিয়ার, হারুনুর রশিদ রনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর, সৈয়দ মোঃ ওমর ফারুক, মানিক মিয়া, সিনিয়র সদস্য মো. নাছির উল্লাহ, মোহাম্মদ নুরুল আমিন, এস.এম ফারুক, মো. বাদশা, বাদশা, যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়ন সিবিএ’র সভাপতি মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কাসেম মোল্লা, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সিবিএ’র সহ-সভাপতি মো. হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল চৌধুরী, কোতোয়ালি থানা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।




