দি ক্রাইম ডেস্ক: বাংলাদেশ থেকে বিপুল অর্থ আত্মসাতের পর ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে থাকা পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ডে নিয়েছে ভারতীয় তদন্ত সংস্থা ইডি।

নাম পাল্টে আত্মগোপনে থাকা বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকসহ গ্রেপ্তার ছয়জনের মধ্যে ‘তদন্তের স্বার্থে’ পাঁচজনকে আগামী ১৭ মে মঙ্গলবার পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে পশ্চিমবঙ্গের একটি আদালত। কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এ তথ্য প্রকাশ করেছে। পত্রিকাটির অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, এছাড়া তাদের সঙ্গে গ্রেপ্তার এক নারীকে আদালত আগামী মঙ্গলবার পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দেন।

ওই প্রতিবেদনে পি কে হালদারের কাছ থেকে বিপুল পরিমাণের সম্পত্তি ও অর্থের নথি ইডি বাজেয়াপ্ত করেছে বলে উল্লেখ করা হয়েছে।
আর গ্রেপ্তার ওই নারী পি কে হালদারের স্ত্রী সুস্মিতা সাহা বলে খবর এসেছে অন্য সংবাদ মাধ্যমে। গ্রেপ্তারদের মধ্যে তার ভাইও রয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে। গত শনিবার (১৪ মে) বিকালে পিকে হালদারকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি।

দি ক্রাইম ডেস্ক: বাংলাদেশ থেকে বিপুল অর্থ আত্মসাতের পর ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে থাকা পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ডে নিয়েছে ভারতীয় তদন্ত সংস্থা ইডি।

নাম পাল্টে আত্মগোপনে থাকা বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকসহ গ্রেপ্তার ছয়জনের মধ্যে ‘তদন্তের স্বার্থে’ পাঁচজনকে আগামী ১৭ মে মঙ্গলবার পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে পশ্চিমবঙ্গের একটি আদালত। কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এ তথ্য প্রকাশ করেছে। পত্রিকাটির অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, এছাড়া তাদের সঙ্গে গ্রেপ্তার এক নারীকে আদালত আগামী মঙ্গলবার পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দেন।

ওই প্রতিবেদনে পি কে হালদারের কাছ থেকে বিপুল পরিমাণের সম্পত্তি ও অর্থের নথি ইডি বাজেয়াপ্ত করেছে বলে উল্লেখ করা হয়েছে।
আর গ্রেপ্তার ওই নারী পি কে হালদারের স্ত্রী সুস্মিতা সাহা বলে খবর এসেছে অন্য সংবাদ মাধ্যমে। গ্রেপ্তারদের মধ্যে তার ভাইও রয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে। গত শনিবার (১৪ মে) বিকালে পিকে হালদারকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি।