সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে মায়ানমার থেকে পাচার হয়ে আসা ১০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরু গুলো বিজিবির নিকট হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া পাহাড়ী গহীন বন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ অস্থায়ী সেনা ক্যাম্প ইনচার্জ মেজর কাজী ইনতিসার সালিম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উক্ত এলাকায় অপরাধীচক্রের আস্তানায় অভিযানে যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচার হয়ে আসা গরুর পাল ফেলে পাচারকারী চক্র পালিয়ে যায়। এসময় ১০টি গরু জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মেজর ইনতিসার সালিম বলেন, সেনা অভিযান টের পেয়ে অপরাধিচক্র পালিয়ে যায় এবং অবৈধভাবে পাচার হয়ে আসা ১০ টি গরু জব্দ করে রামু ৩০ বিজিবির নিকট হস্তান্তর করা হয়।




