নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়া ইউপি সদস্য সেলিনা আক্তার ও তার পরিবারের উপর হামলা ও মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
সুত্রে জানা যায়, গত ১২ মে বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোবিন্দপুর ব্রিজের ওপর গোবিন্দপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে শিব্বির আহম্মেদ, সায়মন, সহ ৩/৪ জন মাদক সেবন কালে ইউপি সদস্য সেলিনা আক্তার দেখে ফেলে। সেলিনা আক্তার মাদক সেবনকারিদেরকে চলে যাওয়ার কথা বললে একপর্যায়ে শিব্বির আহম্মেদ এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি অবস্থায় মাদক সেবন কারীরা দলবল নিয়ে এসে ইউপি সদস্য সেলিনা বেগম এর উপর আক্রমণ করে। সেলিনা বেগম এর সাথে থাকা একভরি ওজনের একটি স্বর্নের চেইন ও ৬০ হাজার টাকা মূল্যের একটি আইফোন নিয়ে যায় মাদকসেবী সন্ত্রাসীরা।
সেলিনা বেগম এর চিৎকার শুনে সেলিনার স্বামী নুরুল আমিন ঘটনাস্থলে আসলে নুরুল আমিনকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে মাদক সেবনকারীরা।এই বিষয়ে সেলিনা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে।
ইউপি সদস্যা সেলিনা বেগম জানান, আমি থানায় মামলা করায় ৩নং আসামি রৌশন আলী আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমি একজন ইউপি সদস্য সমাজ রক্ষা করা আমার দায়িত্ব। আজ মাদক সেবনে বাধা দেওয়া আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে মাদক সেবনকারীরা তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যারা আমাকে ও আমার পরিবারের উপর হামলা করেছে তাদেরকে অতি শীগ্রই আইনের আওতায় এনে মাদক মুক্ত একটি ইউনিয়ন গড়ে তোলার সহযোগীতায় করার জন্য।




