ক্রাইম প্রতিবেদক: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শনিবার (১৪ মে) পৌনে ২টায় চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মোতালেব হোসেন প্রকাশ রিপন (৪০), মোঃ সুজন (২৮) ও মোঃ বেল্লাল হোসেন(২৬)। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন মোলহেডস্থ সনজিত শীল এর মায়ের আশীর্বাদ হেয়ার কাটিং সেলুনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ মোতালেব হোসেন প্রকাশ রিপন (৪০), পিতা- মৃত মোঃ আলী , মাতা- জাহানারা বেগম, সাং- কুমাল্লা(মোঃ আলীর বাড়ী), পোঃ ঘোলপাশা, থানা- চৌদ্দ গ্রাম, জেলা- কুমিল্লা।
মোঃ সুজন (২৮), পিতা- মৃত রফিকুল ইসলাম, মাতা- ফুলবানু বেগম, সাং- বসন্তপুর (পাটোয়ারী বাড়ী), পোঃ মুন্সিরহাট, থানা- চৌদ্দ গ্রাম, জেলা- কুমিল্লা এবং মোঃ বেল্লাল হোসেন(২৬), পিতা- আবুল কালাম, মাতা- রানুু বেগম, সাং- নোয়াপাড়া (আবুলের বাড়ী), পোঃ ঘোলপাশা, থানা- চৌদ্দ গ্রাম, জেলা- কুমিল্লা কে ১৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
যার আনুমানিক মূল্য ৪ লাখ,৫০ হাজার টাকা । আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Post Views: 706




