দি ক্রাইম,চাঁদপুর: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে। আজ শুক্রবার (০৬ মে) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সুমন(২৫) ও তার স্ত্রী মোসাঃ সাথী (২৬)। তাদের উভয়ের বাড়ী একই জেলায়।
সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স এর পূর্ব পার্শ্বে মোঃ মজিদ হাওলাদার এর চায়ের দোকানের সামনে ফুটপাতের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুমন(২৫), পিতা- আবুল কাশেম, মাতা- পেয়ারা বেগম মোসাঃ সাথী (২৬), স্বামী- মোঃ সুমন, পিতা- মৃত ইউনুস মিয়া, মাতা- কাজল বেগম উভয়কে ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে
গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Post Views: 417




