ইজাজুল: রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মে) ভোরে উত্তরা-১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,অটোরিকশাচালক তৈয়ব আলী (৬০) ও তার আরোহী মহিফুর রহমান রাতুল (২৮)।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাতুলের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ দুর্ঘটনায় অটোচালক তৈয়ব ঘটনাস্থলেই ও আরোহী রাতুল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিঙ্গারের মোড় এলাকায় ভোরে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোচালক তৈয়বের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরোহী ও প্রাইভেটকারচালক। অটোরিকশার আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত প্রাইভেটকারচালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  এ দুর্ঘটনার পরপরই দুটো গাড়ি পুলিশ হেফাজতে আছে।

ইজাজুল: রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মে) ভোরে উত্তরা-১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,অটোরিকশাচালক তৈয়ব আলী (৬০) ও তার আরোহী মহিফুর রহমান রাতুল (২৮)।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাতুলের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ দুর্ঘটনায় অটোচালক তৈয়ব ঘটনাস্থলেই ও আরোহী রাতুল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিঙ্গারের মোড় এলাকায় ভোরে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোচালক তৈয়বের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরোহী ও প্রাইভেটকারচালক। অটোরিকশার আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত প্রাইভেটকারচালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  এ দুর্ঘটনার পরপরই দুটো গাড়ি পুলিশ হেফাজতে আছে।