লিটন কুতুবী,কুতুবদিয়া: কালবৈশাখী ঝড়ো হাওয়ার আকস্মিক বজ্রপাতে কুতুবদিয়া উপকূলে তিন নৌ শ্রমিক মোঃ আতিক (২৬) গোলাম আজম (১৯) ও তানভিরুল ইসলাম (১৮) আহত হয়। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আতিককে মৃত ঘোষনা করে। আহত দুইজন গোলাম আজম ও তানভিরুল ইসলামকে চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করেন। তারা তিনজনই কুতুবদিয়া উপকূলের উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় চেয়ারম্যান আবদুল হালিম জানান, গত মঙ্গলবার (৪মে) সকাল ৭টায় তার এলাকার ছাদের ঘোনার মোঃ ইউসুফের পুত্র মোঃ আতিক, জইজ্যপাড়ার সিরাজদ্দৌল্লাহর পুত্র গোলাম আজম এবং তানভিরুল ইসলাম মিলে আকবরবলী ঘাটের উত্তরে নৌ শ্রমিক হিসেবে মাছ ধরার নৌকায় উঠার জন্য যাচ্ছিল। পথিমধ্যে বজ্রপাতের আঘাতে মোঃ আতিক নিহত ও গোলাম আজম, তানভিরুল ইসলাম আহত হয়েছে। বজ্রপাতে হতা হতের বিষয়টি স্থানীয় থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও পিআইওকে লিখিতভাবে অবহিত করেন বলে চেয়ারম্যান নিশ্চিত করেন। দূর্ঘটনার খবর পেয়ে উত্তর ধুরুং ইউনিয়ন আ’ লীগের সভাপতি অধ্যাপক শফিউল মোর্শেদ চৌধুরী নিহত ও আহত পরিবারকে দেখতে যান।

জানা গেছে, ফিশিং ট্রলারের মালিক দক্ষিণ ধুরুং ইউনিয়নের গুন্নু মাঝি।

লিটন কুতুবী,কুতুবদিয়া: কালবৈশাখী ঝড়ো হাওয়ার আকস্মিক বজ্রপাতে কুতুবদিয়া উপকূলে তিন নৌ শ্রমিক মোঃ আতিক (২৬) গোলাম আজম (১৯) ও তানভিরুল ইসলাম (১৮) আহত হয়। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আতিককে মৃত ঘোষনা করে। আহত দুইজন গোলাম আজম ও তানভিরুল ইসলামকে চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করেন। তারা তিনজনই কুতুবদিয়া উপকূলের উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় চেয়ারম্যান আবদুল হালিম জানান, গত মঙ্গলবার (৪মে) সকাল ৭টায় তার এলাকার ছাদের ঘোনার মোঃ ইউসুফের পুত্র মোঃ আতিক, জইজ্যপাড়ার সিরাজদ্দৌল্লাহর পুত্র গোলাম আজম এবং তানভিরুল ইসলাম মিলে আকবরবলী ঘাটের উত্তরে নৌ শ্রমিক হিসেবে মাছ ধরার নৌকায় উঠার জন্য যাচ্ছিল। পথিমধ্যে বজ্রপাতের আঘাতে মোঃ আতিক নিহত ও গোলাম আজম, তানভিরুল ইসলাম আহত হয়েছে। বজ্রপাতে হতা হতের বিষয়টি স্থানীয় থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও পিআইওকে লিখিতভাবে অবহিত করেন বলে চেয়ারম্যান নিশ্চিত করেন। দূর্ঘটনার খবর পেয়ে উত্তর ধুরুং ইউনিয়ন আ’ লীগের সভাপতি অধ্যাপক শফিউল মোর্শেদ চৌধুরী নিহত ও আহত পরিবারকে দেখতে যান।

জানা গেছে, ফিশিং ট্রলারের মালিক দক্ষিণ ধুরুং ইউনিয়নের গুন্নু মাঝি।