চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও ফাতেমা ব্রিকস এর সক্তাধিকারী অলি আহম্মেদ কে প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে দেরকোটা গ্রামের মৃত জুলফু মিয়াজীর পুত্র খোকন মিয়াজীর বিরুদ্ধে।
সুত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন দেরকোটা পশ্চিম পাড়ার মৃত জুলফু মিয়াজীর পুত্র খোকন মিয়াজীর মালিকানাধীন ২১শতক জায়গা হাসান ব্রিকসের কাছে ২০ বছরের জন্য চুক্তি নামা হয়। পরবর্তীতে ওই জমি ফাতেমা ব্রিকস এর সাথে চুক্তি নামা করে শিপন, কিন্তু চুক্তি নামা শেষ পর্যায়ে এসে ফাতেমা ব্রিকস এর মালিকের সাথে কোনো আলোচনা না করে অলি আহম্মেদকে বিভিন্ন ধরনের হুমকি ও মান সম্মান নষ্ট করার লক্ষে থানায় একটি অভিযোগ দায়ের করে খোকন মিয়াজী।
অলি আহম্মেদ গণমাধ্যমকে জানান, মৃত জুলফু মিয়াজি ২১ শতক জমি ২০ বছরের জন্য হাসান ব্রিকস এর সাথে চুক্তি নামা করে, পরবর্তীতে ওই জমি ১০ বছরের জন্য আমার সাথে চুক্তি নামা করে হাসান ব্রিকস এর মালিক শিপন , আমার সাথে জমির মালিক খোকন মিয়াজীদের সাথে কোনো চুক্তি নামা হয়নি হয়েছে হাসান ব্রিকস এর মালিকের সাথে, চুক্তি নামা করেছি আমি আমার সাথে। কিন্তু চুক্তি নামা শেষ হওয়ার সাথে সাথে আমাকে কিছু না বলে আমার ব্রিকফিল্ডে এসে কাজে বাধা দেয় ও গাড়ি চলাচলের রাস্তায় ৩, ৪ টা খুটি লাগিয়ে চলে যায় খোকন মিয়াজি গং।
পরবর্তীতে এলাকার প্রভাবশালীদের দাপটে খোকন মিয়াজী আমাকে প্রাণনাশের হুমকী ও আমার নামে বিভিন্ন অনলাইন চ্যানেলে অপপ্রচার চালাচ্ছে তাই আমি এই মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



