দি ক্রাইম ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সোমভাগ-নওগাঁও-ভাড়াড়িয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় দিগন্ত বিস্তৃত মাঠের প্রায় ৪০০ বিঘা জমির ধান পুড়ে গেছে ইটভাটার আগুনের তাপে। এমন সর্বনাশের জন্য এলাকাবাসী এবং ভুক্তভোগী কৃষকরা দায়ী করেছে ওই মাঠে গড়ে ওঠা ‘এমবিএল’ নামের একটি ইটভাটাকে।
সরেজমিনে দেখা গেছে বিস্তৃীর্ণ ফসলের মাঠ পুড়ে কালো রঙ ধারণ করেছে। সতেজ গাছগুলোও মরে যাচ্ছে। এসময় ভুক্তভোগী চাষি কলিমুদ্দিন জানান, তিনি ওই মাঠে আড়াই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। এমবিএল ইটভাটার আগুনের তাপ তার সারা বছরের রিজিক নষ্ট করে দিয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হতাশ এ কৃষক সরকারের মাধ্যমে ক্ষতিপুরণের দাবি জানান।
ওই মাঠেই অন্যান্য ধানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের দুর্গতির অবস্থা। তারা জানান, ক্ষতিপুরণ দাবি করে ভুক্তভোগী কৃষকরা উপজেলা শহরে মানববন্ধনও করেছিলেন। তাতেও কোন সুরাহা হয়নি।
এ বিষয়ে ইটভাটা মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তদন্তসাপেক্ষে ইটভাটা মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।



