আন্তর্জাতিক ডেস্ক: ‘রাশিয়ার প্রখ্যাত এক সাংবাদিককে হত্যার পরিকল্পনা করেছে পশ্চিমারা। তবে দেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গোয়েন্দা সংস্থা সেই পরিকল্পনা বানচাল করে দিয়েছে।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (২৫ এপ্রিল) এই দাবি করেছেন।

দেশের শীর্ষ প্রসিকিউটরদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়ার এক বিখ্যাত টিভি সাংবাদিককে হত্যার ও আক্রমণে এক সন্ত্রাসী দলের কার্যকলাপ আজ সকালে বন্ধ করে দিয়েছে এফএসবি। এই নিয়ে আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে।’

পুতিনে আরও বলেন, রাশিয়ায় তথ্য হাতিয়ে নিতে ব্যর্থ হওয়ার পর পশ্চিমারা এখন রাশিয়ান সাংবাদিকদের হত্যার চেষ্টা চালাচ্ছে। তবে পুতিন এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।

বেন ওয়ালেস আরও জানান, যুদ্ধে রাশিয়ার আনুমানিক ২ হাজার সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বা ইউক্রেন বাহিনীর দখলে এসেছে। ওয়ালেস বলেন, রাশিয়া ৬০টির বেশি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান হারিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

আন্তর্জাতিক ডেস্ক: ‘রাশিয়ার প্রখ্যাত এক সাংবাদিককে হত্যার পরিকল্পনা করেছে পশ্চিমারা। তবে দেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গোয়েন্দা সংস্থা সেই পরিকল্পনা বানচাল করে দিয়েছে।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (২৫ এপ্রিল) এই দাবি করেছেন।

দেশের শীর্ষ প্রসিকিউটরদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়ার এক বিখ্যাত টিভি সাংবাদিককে হত্যার ও আক্রমণে এক সন্ত্রাসী দলের কার্যকলাপ আজ সকালে বন্ধ করে দিয়েছে এফএসবি। এই নিয়ে আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে।’

পুতিনে আরও বলেন, রাশিয়ায় তথ্য হাতিয়ে নিতে ব্যর্থ হওয়ার পর পশ্চিমারা এখন রাশিয়ান সাংবাদিকদের হত্যার চেষ্টা চালাচ্ছে। তবে পুতিন এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।

বেন ওয়ালেস আরও জানান, যুদ্ধে রাশিয়ার আনুমানিক ২ হাজার সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বা ইউক্রেন বাহিনীর দখলে এসেছে। ওয়ালেস বলেন, রাশিয়া ৬০টির বেশি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান হারিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।