দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে বলে হুমকি দিয়েছেন র‌্যাব কর্মকর্তা আবদুল মোতালেব হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। সলিমপুরে র‌্যাবের সাম্প্রতিক অভিযান নিয়ে তিনি বলেছেন, এখানে কী জন্য আসল, গাড়ি ছাড়া বা এদের পোশাক ছাড়া এরা এভাবে কেন ঢুকল? আর ওখানে কোনো আসামি ধরতে গেছে? কোনো আসামির নাম আপনারা শুনছেন? কারো নাম প্রকাশ করা হয়নি। যাই হোক, আজকে আমার আবারো জোরালো বক্তব্য, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই এলাকাতে (সলিমপুর) হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার প্রশাসনকে নিতে হবে। জঙ্গল সলিমপুরে র‌্যাবের অভিযানের সময় হামলায় ডিএডি পদমর্যাদার কর্মকর্তা আবদুল মোতালেবের মৃত্যু ও মামলার পর মোহাম্মদ ইয়াসিনের এ বক্তব্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, জঙ্গল সলিমপুরের আলীনগরে নিজ কার্যালয়ে গত বুধবার তিনি ওই বক্তব্য দেন। খবর বিডিনিউজের।

সলিমপুরে অস্থিরতার জন্য চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা রোকন উদ্দিনকে দায়ী করে ইয়াসিন বলেন, আমি একশ পার্সেন্ট লিখিত দিলাম। রোকনের খুঁটির জোর বিএনপি নেতা আসলাম চৌধুরী।

সোমবার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে স্থানীয়দের হামলায় প্রাণ যায় র‌্যাবের ডিএডি পদমর্যাদার কর্মকর্তা মোতালেবের। এ ঘটনায় আহত হন আরো তিন র‌্যাব সদস্য। পরে বুধবার গভীর রাতে ২৯ জনের নামে ও নাম ছাড়া আরো দেড়শ থেকে দুইশজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। হামলার ওই ঘটনায় ছলিমপুরে সাঁড়াশি অভিযানের কথা বলা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।

মোহাম্মদ ইয়াসি ভিডিওতে বলেন, সাঁড়াশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। তারা কেন চালাবে, কী জন্য চালাবে, আসামিদের নাম–ঠিকানা বলতে হবে।

আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের কথা তুলে ধরে বলেন, ডিসি মমিনের মতো এভারেজ মানুষকে গ্রেপ্তার করে ঢোকায় দিছেন পানিশমেন্ট ওয়ার্ডে। এই ধরনের ঘটনা জঙ্গল সলিমপুরে হতে দেওয়া যাবে না। আপনি আমার বাড়ি–ঘর থেকে চাইলেও উচ্ছেদ করতে পারবেন না, এইটা ‘ফাও কথা’। আমার ব্যক্তিগত মালিকানার সম্পত্তি থেকে আপনি চাইলেই আমাকে উচ্ছেদ করতে পারেন না। আপনি সাময়িক আমার ওপর প্রয়োগ করতে পারেন, অত্যাচার করতে পারেন, এটা কোনো সমাধান না। আমি আবারো বলতেছি, জঙ্গল ছলিমপুরে যদি কোনো ঝামেলা বা ক্রাইম হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে।

দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে বলে হুমকি দিয়েছেন র‌্যাব কর্মকর্তা আবদুল মোতালেব হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। সলিমপুরে র‌্যাবের সাম্প্রতিক অভিযান নিয়ে তিনি বলেছেন, এখানে কী জন্য আসল, গাড়ি ছাড়া বা এদের পোশাক ছাড়া এরা এভাবে কেন ঢুকল? আর ওখানে কোনো আসামি ধরতে গেছে? কোনো আসামির নাম আপনারা শুনছেন? কারো নাম প্রকাশ করা হয়নি। যাই হোক, আজকে আমার আবারো জোরালো বক্তব্য, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই এলাকাতে (সলিমপুর) হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার প্রশাসনকে নিতে হবে। জঙ্গল সলিমপুরে র‌্যাবের অভিযানের সময় হামলায় ডিএডি পদমর্যাদার কর্মকর্তা আবদুল মোতালেবের মৃত্যু ও মামলার পর মোহাম্মদ ইয়াসিনের এ বক্তব্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, জঙ্গল সলিমপুরের আলীনগরে নিজ কার্যালয়ে গত বুধবার তিনি ওই বক্তব্য দেন। খবর বিডিনিউজের।

সলিমপুরে অস্থিরতার জন্য চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা রোকন উদ্দিনকে দায়ী করে ইয়াসিন বলেন, আমি একশ পার্সেন্ট লিখিত দিলাম। রোকনের খুঁটির জোর বিএনপি নেতা আসলাম চৌধুরী।

সোমবার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে স্থানীয়দের হামলায় প্রাণ যায় র‌্যাবের ডিএডি পদমর্যাদার কর্মকর্তা মোতালেবের। এ ঘটনায় আহত হন আরো তিন র‌্যাব সদস্য। পরে বুধবার গভীর রাতে ২৯ জনের নামে ও নাম ছাড়া আরো দেড়শ থেকে দুইশজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। হামলার ওই ঘটনায় ছলিমপুরে সাঁড়াশি অভিযানের কথা বলা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।

মোহাম্মদ ইয়াসি ভিডিওতে বলেন, সাঁড়াশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। তারা কেন চালাবে, কী জন্য চালাবে, আসামিদের নাম–ঠিকানা বলতে হবে।

আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের কথা তুলে ধরে বলেন, ডিসি মমিনের মতো এভারেজ মানুষকে গ্রেপ্তার করে ঢোকায় দিছেন পানিশমেন্ট ওয়ার্ডে। এই ধরনের ঘটনা জঙ্গল সলিমপুরে হতে দেওয়া যাবে না। আপনি আমার বাড়ি–ঘর থেকে চাইলেও উচ্ছেদ করতে পারবেন না, এইটা ‘ফাও কথা’। আমার ব্যক্তিগত মালিকানার সম্পত্তি থেকে আপনি চাইলেই আমাকে উচ্ছেদ করতে পারেন না। আপনি সাময়িক আমার ওপর প্রয়োগ করতে পারেন, অত্যাচার করতে পারেন, এটা কোনো সমাধান না। আমি আবারো বলতেছি, জঙ্গল ছলিমপুরে যদি কোনো ঝামেলা বা ক্রাইম হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে।