কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট এলাকা। সেখানে সকাল থেকে প্রতিদিনের মতো কাজে ব্যস্ত লবণ শ্রমিকেরা। তাদের দেখে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে আসেন কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এরপর বললেন, ‘তোয়ারা ক্যান আছো’ (আপনারা কেমন আছেন?)।
এরপর শ্রমিকদের সঙ্গে আঞ্চলিক ভাষায় খোশগল্পে মেতে উঠেন তিনি। বিদায় নেওয়ার সময় শ্রমিকদের সঙ্গে তুলেছেন সেলফিও।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী এলাকায় এই দৃশ্য দেখা গেছে।
এসময় লবণশ্রমিকদের কাছ থেকে সাম্প্রতিক সময়ের হালচাল জানতে চান সালাহউদ্দিন আহমদ। উত্তরে শ্রমিকরা জানান, সাম্প্রতিক সময়ে লবণ চাষের পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না।
এসময় লবণশ্রমিকদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবার ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এখন অস্থায়ী সরকার ক্ষমতায় রয়েছে। তাদের বলে আপাতত লবণ আমদানি বন্ধ করিয়েছি।
নিজ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণচাষিদের স্বার্থে কাজ করবে। চাষিদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ধানের শীষের পক্ষে সবাইকে রায় দিতে হবে।
উল্লেখ্য, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ ছাড়াও দুজন নির্বাচনী মাঠে রয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলনের ছরওয়ার আলম কুতুবী প্রচারণায় রয়েছেন। জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য মতে, কক্সবাজার-১ আসনে মোট ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন ভোটারের মাঝে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন ও নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। আর পেকুয়ার ৭টি ইউনিয়নে ভোটার এক লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এই সংসদীয় আসনে ১৭৫ ভোটকেন্দ্রে বুথ (কক্ষের) একহাজার ৬টি।




